দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে নির্বাচন করেছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান, যা নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছিল। এ ছাড়াও গত বছর ছাত্র-জনতার আন্দোলনের সময়ও চুপ ছিলেন তিনি।
সেই সাকিব হঠাৎ করে দেশের শিশুদের প্রতি শোক প্রকাশ করেছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি দেশের নৃশংস হত্যাকাণ্ড এবং শিশুদের দুর্দশা নিয়ে গভীর দুঃখ প্রকাশ করেছেন।
সাকিব লিখেছেন, ‘রাজশাহীর পঙ্গু মাসুদের ছোট্ট শিশু, টাঙ্গাইলের মোমিনের ছোট্ট শিশু, সদ্য নৃশংস হত্যার শিকার দীপু দাশের ছোট্ট শিশু, গোপালগঞ্জের দীপ্ত সাহার ছোট্ট শিশু, ওসমান হাদির ছোট্ট শিশু—আরও কত শত শিশু আজ এতিম হয়ে গেছে। এই শিশুদের জীবন যেন আগামীর জন্য দুর্বিষহ না হয় সে দায়িত্ব বাংলাদেশের, তথা আমাদের।’
তিনি আরও বলেছেন, ‘লক্ষ্মীপুরের শিশু আয়শা, মাগুরার ধর্ষিত শিশু আছিয়াকে আমরা হারিয়েছি! ওরা কেউ রাজনীতি বোঝে না, ধর্ম বোঝে না, তবুও ওদের জীবন দিতে হয়েছে! শিশুদের জন্য, শিশুদের ভবিষ্যতের জন্য, মানুষের মতো মানুষ হয়ে বেঁচে থাকার জন্য—সর্বোপরি শিশুর বাসযোগ্য বাংলাদেশ গড়বার জন্য— আমরা কি ঠিক দায়িত্বশীল আচরণ করছি? ভালো থেকো, সুস্থ থেকো, আগামী গড়বার কারিগর, আমাদের আগামী প্রজন্ম।’
শেষে তিনি বড় দিনের শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘সবাইকে বড় দিনের শুভেচ্ছা।’
এর আগে ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন এবং দেশের নানা সহিংস ঘটনার সময় তিনি কোনো পদক্ষেপ নেননি। সমালোচকরা মনে করছেন, তার এই হঠাৎ প্রকাশিত মানবিক ভাবনা অনেকটাই রাজনৈতিক নিরপেক্ষতার অভাবকে ঢেকে রাখার চেষ্টা।