ঢাকা-৭ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার উদ্দেশ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন অস্ট্রেলিয়া (ভিক্টোরিয়া) বিএনপির সভাপতি, সাবেক ছাত্রদল নেতা এবং সাবেক সংসদ সদস্য প্রয়াত নাসির উদ্দিন আহমেদ পিন্টুর ছোট ভাই রিয়াজ উদ্দিন আহমেদ মনি।
বুধবার (২৪ ডিসেম্বর) সেগুনবাগিচাস্থ ঢাকা বিভাগীয় নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে তিনি এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।বিষয়টি নিশ্চিত করে রিয়াজ উদ্দিন আহমেদ মনি বলেন, “আমার প্রয়াত ভাই নাসির উদ্দিন আহমেদ পিন্টু বিএনপির একজন পরীক্ষিত সৈনিক ছিলেন। পুরান ঢাকা আমাদের জন্মভূমি। বিএনপি যদি আমাকে এ আসনে মনোনয়ন দেয়, তাহলে ইনশাআল্লাহ আমি জয়লাভ করবো।”