লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী বীথিকা বিনতে হোসাইন নেতাকর্মীদের মাধ্যমে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) জাতীয় সংসদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন স্বেচ্ছাসেবক দলের প্রয়াত নেতা শফিউল বারী বাবুর সহধর্মিণী বীথিকা বিনতে হোসাইনের পক্ষে তার নেতাকর্মীরা।এ সময় উপস্থিত ছিলেন: লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি আবু সায়েম মোহাম্মদ শাহীন, কমলনগর উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান, সদস্য সচিব মো. রেদোয়ান হোসেন, চর মাটিন ইউনিয়ন ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান রকি সওদাগরসহ রামগতি ও কমলনগর উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।