শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ১০ ঘর

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০টি বসতঘর পুড়ে গেছে। এতে কয়েকটি পরিবার সর্বস্ব হারিয়ে চরম দুর্ভোগে পড়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোর আনুমানিক ৬টার দিকে উপজেলার জৈনাবাজার এলাকার আবদার কলেজ রোডে রবিকুল ইসলামের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তালাবদ্ধ একটি ঘর থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের বসতঘরগুলোতে।

আগুনে ক্ষতিগ্রস্ত ঘরগুলোতে বসবাসকারী ভাড়াটিয়াদের আসবাবপত্র, নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। অনেক পরিবার ঘরের ভেতরে থাকা সবকিছু হারিয়ে অসহায় অবস্থায় পড়েছে।খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে আগুনে অন্তত ১০টি বসতঘর সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়।

মাওনা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর নূরুল করিম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102