গাজীপুর-২ আসনে বিএনপি থেকে মনোনয়ন না পাওয়ায় টঙ্গীতে শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন সরকারের কর্মী-সমর্থকরা বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন।
সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কলেজগেট এলাকা থেকে চেরাগ আলী বাসস্ট্যান্ড পর্যন্ত বিক্ষোভ করেন তারা।এ সময় তারা দলের প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনির মনোনয়ন বাতিলের আহ্বান জানান।
মশাল মিছিলে বিক্ষোভকারীরা সদ্য মনোনয়নপ্রাপ্ত গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনির মনোনয়ন বাতিল করে সালাহউদ্দিন সরকারকে পুনরায় মনোনয়ন দেওয়ার দাবি জানান।এ সময় বিক্ষোভকারীরা অভিযোগ করেন, দীর্ঘ ১৭ বছর ধরে মাঠে থেকে বিএনপির জন্য কাজ করা পরীক্ষিত নেতা সালাহউদ্দিন সরকারকে বঞ্চিত করে এক জুনিয়র রাজনৈতিক ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে; যাকে রাজনৈতিক মাঠে কখনো দেখা যায়নি, এমনকি কোনো আন্দোলন-সংগ্রামেও তিনি অংশ নেননি।
বিক্ষোভ ও মশাল মিছিলে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা বিএনপিসহ ছাত্রদল, যুবদল এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী অংশ নেন।