শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

‘ধানের শীষের জয় নিশ্চিত করতে ঐক্যের বিকল্প নেই’

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতীক ধানের শীষ অতীতেও জনগণের ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে, এমন আশাবাদ ব্যক্ত করে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড-আকবর শাহ) আসনের মনোনয়নপ্রত্যাশী মোহাম্মদ আসলাম চৌধুরী বলেছেন, ধানের শীষের বিজয় নিশ্চিত করতে দলীয় ঐক্যের কোনো বিকল্প নেই।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে নিজ বাসভবনে নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মনোনয়নপত্র সংগ্রহের পর সীতাকুণ্ডবাসীর উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি সব ভেদাভেদ ভুলে একযোগে কাজ করার আহ্বান জানান।আসলাম চৌধুরী বলেন, কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে মাঠে নামলেই ধানের শীষের বিজয় নিশ্চিত হবে। বিভক্তি নয়, ঐক্যই আমাদের প্রধান শক্তি।

তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে আধুনিক ও উন্নয়নমুখী গণতান্ত্রিক রাজনীতির সূচনা করেছিলেন, তা দেশনেত্রী বেগম খালেদা জিয়া দৃঢ়তার সঙ্গে এগিয়ে নিয়েছেন। দেশের কল্যাণে তার আপসহীন নেতৃত্বের কারণেই তিনি আজও জনগণের কাছে বিশেষ সম্মানে অধিষ্ঠিত।সভায় উপস্থিত নেতাকর্মীরা আসন্ন রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102