চট্টগ্রামের কাজিরদেউড়ি বিএনপির পার্টি অফিসে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মহানগর স্বেচ্ছাসেবক দলের আয়োজিত এক অনুষ্ঠান চলাকালে মোবাইল চুরিকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে ঘটে ঘটনাটি।
অনুষ্ঠান চলাকালে মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে খুলশী ও কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। একপর্যায়ে গণমাধ্যমকর্মীরা সংঘর্ষের ভিডিও ধারণ করতে গেলে তাদের ওপর হামলার চেষ্টা করা হয়।এ বিষয়ে নগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জমির উদ্দিন নাহিদ দাবি করেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। তিনি জানান, ‘পকেটমারদের ধরতে গিয়ে নিজেদের কর্মী মনে করে একে অপরের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। বড় মিছিলের মধ্যে পকেটমার চক্র ঢুকে মোবাইল ও মানিব্যাগ চুরি করে। ইতোমধ্যে ৭টি মোবাইল ও ৩টি মানিব্যাগ চুরির খবর পেয়েছি।’
নাহিদ আরও বলেন, ‘এই ঘটনায় সিনিয়র নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সাংবাদিকদের দিকে হাত তোলা দুঃখজনক। যদি আমাদের কোনো নেতাকর্মী জড়িত থাকে, তবে ভিডিও ফুটেজ দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’