আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়নপত্র সংগ্রহ করেছেন লাকসাম পৌরসভার সাবেক মেয়র, লাকসাম পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক, প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান, ভাইয়া গ্রুপের অন্যতম পরিচালক এবং দৈনিক বাংলা কাগজের প্রকাশক আলহাজ মো. মফিজুর রহমান।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দল যদি আমাকে মনোনয়ন দেয় ইনশাল্লাহ আমার শতভাগ বিশ্বাস, আমি এই আসনটি বিএনপিকে উপহার দিতে পারব। আমি মনোনয়ন পেলে ওই আসনে কোনো ধরনের বিশৃঙ্খলা, ভিন্নমত বা হিংসা থাকবে না।’তিনি আরও বলেন, ‘দলীয় শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে এবং বিএনপির ভাইস চেয়ারম্যান, তারুণ্যের অহংকার তারেক জিয়ার ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে তিনি কাজ করবেন।’
লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার নার্গিস সুলতানার কাছ থেকে আলহাজ মো. মফিজুর রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।