মহান বিজয় দিবস উপলক্ষে নরসিংদীর পলাশের ঘোড়াশাল পৌরসভার উদ্যোগে পৌর এলাকার বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) সকালে পৌরসভা হলরুমে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর প্রশাসক ও পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসতিয়াক আহমেদ।এ সময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. হাবিব উল্লাহ খান, সমাজসেবা উন্নয়ন কর্মকর্তা মো. মাহাবুব আলম, বীর মুক্তিযোদ্ধা পবিত্র দত্ত, বীর মুক্তিযোদ্ধা মরতুজ আলী এবং বীর মুক্তিযোদ্ধা নুরুর ইসলাম প্রমুখ।