বাগেরহাট মোংলা-খুলনা মহাসড়কের বাবুর বাড়ি নামক স্থানে মার্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক সহ মোটরসাইকেলর ৩ আরহী নিহত হয়েছে।মঙ্গলবার (০৪ অক্টোবর) আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে ।
নিহতরা হলেন, মৃত আব্বাস আলী ইজারাদারের পুত্র জামির ইজারাদর (৫৫), মৃত শেখ শাহাদাত হোসেনের পুত্র মিজান শেখ (৫৫), ও মনিন্দির হালদারের পুত্র হরিপদ হালদার (৬০) । তারা প্রত্যেকেই বাগেরহাটের রামপাল উপজেলার কালেখারবেড়ের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, মংলা খুলনা মহাসড়কের চেয়ারম্যানের মোড় থেকে একটি রাজনৈতিক প্রোগ্রাম শেষে নিহত জামির ইজাদারের ব্যাক্তিগত মটর সাইকেলে (বাগেরহাট হ- ১২৯৫৭১) তারা বাড়ি ফিরছিলেন । এসময় বিপরীত দিক থেকে আসা খুলনাগামী একটি যানবাহন তাদের সজোরে ধাক্কা দিলে ছিটকে ঘটনাস্থলে তিন জনের মৃত্যু হয় । এতে খুলনা মংলা মহাসড়কে যানজট সৃষ্টি হয় ।
নিহত জামির ইজারাদার রামপাল উপজেলার রাজনগর দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, অপর দুজন স্থানীয় ব্যাবসায়ী।
কাটাখালী হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ জানান, নিহত তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে ।