শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

ভিডিও ধারণ করতে গিয়ে হাতির পায়ে পিষ্ট কনটেন্ট ক্রিয়েটর

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

শেরপুরের শ্রীবরদীতে বনের ভেতরে বন্যহাতির ভিডিও ধারণ করতে গিয়ে হাতির পায়ে পিষ্ট হয়ে এক কনটেন্ট ক্রিয়েটরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার বালিজুড়ী রেঞ্জের সোনাঝুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কনটেন্ট ক্রিয়েটরের নাম ফারুক হোসেন (৩৬)। তিনি পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার ফাকরাবাদ এলাকার মো. সুরুজ আলীর ছেলে। নিয়মিত সীমান্তবর্তী বনাঞ্চলে গিয়ে বন্যহাতির ভিডিও ধারণ করে নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করতেন ফারুক।

বন বিভাগ ও স্থানীয় সূত্র জানায়, শ্রীবরদীর বালিজুড়ী রেঞ্জের মালাকুচা বিট এলাকায় প্রায় ৪০ থেকে ৪২টি বন্যহাতি ৬-৭টি শাবকসহ অবস্থান করছে। খবর পেয়ে সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে ফারুক হোসেন উৎসুক মানুষের সঙ্গে সোনাঝুড়ি এলাকার বনের ভেতরে হাতির ভিডিও করতে যান।

একপর্যায়ে তিনি সামনে এগিয়ে গিয়ে ভিডিও করতে গেলে হঠাৎ একটি বন্যহাতির সামনে পড়ে যান। তখন হাতিটি পা দিয়ে তাঁর মাথা পিষ্ট করলে তিনি গুরুতর আহত হন।স্থানীয়দের সহযোগিতায় বন বিভাগের কর্মীরা তাঁকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ফারুক হোসেনের ফেসবুক আইডিতে দেখা গেছে, ঘটনার দিন সোমবার সকালেও তিনি হাতির একটি ভিডিও আপলোড করেছিলেন। তাঁর ভিডিওগুলোতে একাধিকবার হাতির ধাওয়া খেয়ে দৌড়ে পালানোর দৃশ্যও দেখা যায়, যা ঝুঁকিপূর্ণভাবে ধারণ করা হয়েছিল।

বালিজুড়ী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়া জানান, বনের ভেতরে অবস্থানরত বন্যহাতির কারণে এলাকাটি ঝুঁকিপূর্ণ। ভিডিও ধারণ করতে গিয়ে ফারুক হোসেন দুর্ঘটনার শিকার হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের পরিবারকে ক্ষতিপূরণের জন্য বন বিভাগের কাছে আবেদন করতে পরামর্শ দেওয়া হবে।

শ্রীবরদী থানা পুলিশের ওসি মোহাম্মদ নুরুল আলম বলেন, নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ বলেন, ঘটনার পর ওই এলাকায় জনসাধারণের চলাচল সীমিত করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নিহতের পরিবার যাতে দ্রুত ক্ষতিপূরণ পায়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102