শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ সার অবৈধভাবে মজুত, গুদাম সিলগালা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ রাসায়নিক সার অবৈধভাবে মজুত করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত সদর উপজেলার বড় খোঁচাবাড়ি বাজারে অভিযান চালিয়ে তিনটি গুদাম থেকে ৭৬৬ বস্তা সার জব্দ করেছে। অবৈধভাবে সার মজুত রাখার দায়ে ওই ব্যবসায়ীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলাম এ দণ্ডাদেশ প্রদান করেন।জানা গেছে, ঠাকুরগাঁও সদরের বড় খোঁচাবাড়ি বাজারের সার ব্যবসায়ী আব্দুল্লাহ তিনটি গুদামে ৭৬০ বস্তা রাসায়নিক সার মজুত করে বেশি দামে বিক্রি করে আসছিলেন। বিষয়টি স্থানীয়রা জানতে পেরে প্রশাসনকে অবহিত করলে রোববার সন্ধ্যা সাতটার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলাম ওই ব্যবসায়ীর গুদামে অভিযান পরিচালনা করেন। এ সময় তিনটি গুদাম থেকে মোট ৭৬৬ বস্তা সার জব্দ করা হয়।এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত ব্যবসায়ী আব্দুল্লাহকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন। জব্দকৃত সারের মধ্যে রয়েছে: ইউরিয়া ২৬০ বস্তা, টিএসপি ১২৮ বস্তা, ডিএপি ১৬৫ বস্তা এবং এমওপি ২১৩ বস্তা। পাশাপাশি তিনটি গুদাম সিলগালা করা হয়।

পরে সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাসিরুল আলম জানান, জব্দকৃত সার পরবর্তীতে খোলা বাজারে বিক্রি করা হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102