পাবনার ব্যবসায়ী আব্দুল মান্নান টিপু অভিযোগ করেছেন, মোবাইল পাইকারী বিক্রয় কেন্দ্রে চুরির ঘটনায় অভিযুক্তদের নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছে পুলিশ।
জানা গেছে, নাটোর শহরের আলাইপুরে আব্দুল্লাহ প্লাজার দ্বিতীয় তলায় ‘মুগ্ধ কর্পোরেশন’ নামে তার ব্যবসা প্রতিষ্ঠানটি পরিচালিত হতো।
চলতি বছরের ২০ থেকে ২৩ ফেব্রুয়ারি রাতের কোনো এক সময়ে প্রতিষ্ঠান থেকে নগদ টাকা ও বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল সেট সহ মোট ৪৮ লাখ ৫২ হাজার টাকার মালামাল চুরি হয়।
এ ঘটনায় বাদী ম্যানেজার রাহিনুল ইসলাম কবির ও তার ভাই, সেলস সুপারভাইজার আলিউল কবিরকে অভিযুক্ত করে নাটোর সদর থানায় মামলা দায়ের করেন।মামলার সূত্রে জানা যায়, চুরির দিন প্রতিষ্ঠান বন্ধ ছিল, কিন্তু পরদিন খোলার সময় মালিক ও স্থানীয়রা দোকান তালাবদ্ধ ও ভাঙচুরকৃত অবস্থায় দেখতে পান। এরপর মামলার তদন্তভার পান এসআই গোলাম মোক্তাদী।
বাদী অভিযোগ করেন, তদন্তকারী কর্মকর্তা সাক্ষীদের স্বাক্ষ্য না নিয়ে অভিযুক্তদের কাছ থেকে অর্থ গ্রহণ করে তাদেরকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেছেন এবং আদালতে ফাইনাল রিপোর্ট দাখিল করেছেন।
স্থানীয় ব্যবসায়ীরাও জানিয়েছেন, তারা সরাসরি চুরি ও ভাঙচুরের ঘটনা প্রত্যক্ষ করেছেন।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেন, যদি বাদী মনে করেন তদন্ত সঠিক হয়নি, তিনি আদালতে পুনঃনির্দেশনার আবেদন করতে পারেন। তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ হলে তা যথাযথভাবে যাচাই করা হবে।
স্থানীয় ব্যবসায়ী ও সাক্ষীরা মামলাটির পূণরায় তদন্তের দাবি জানিয়েছেন।