রাজশাহীর পঞ্চবটী মহাশ্মশান মন্দিরের পুরোহিত সাগর কুমার রায়কে পিটিয়েছে স্থানীয় এক যুবক। উভয়েই পূর্বপরিচিত। তাদের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে মারপিটের ঘটনা ঘটে।
শনিবার (১৩ ডিসেম্বর) বেলা ১২টায় নগরীর পঞ্চবটী মহাশ্মশান মন্দির কমপ্লেক্সের অভ্যন্তরে ঘটনাটি ঘটে।
মন্দিরের পুরোহিত জানান, স্থানীয় বখাটে যুবক আলিফ আলী মন্দির কমপ্লেক্সে ঢুকে মন্দিরের পুরোহিতের কাছে কবুতরের মাচা তৈরির জন্য বাঁশ দাবি করে। পুরোহিত মন্দিরের বাঁশ দিতে অস্বীকৃতি জানালে সেখানে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে পুরোহিতকে চড়-থাপ্পড় দিতে থাকে ওই যুবক।
ঘটনার সময়কার একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, শ্মশানের চিতাঘরে ওই যুবক লাশ পোড়ানোর বাঁশ নিতে আসলে সেখানে বাগবিতণ্ডায় জড়ায় পুরোহিত ও ওই যুবক৷ একপর্যায়ে পুরোহিত বাইরে বেরিয়ে এসে চলে যেতে লাগলে তাকে চড়-থাপ্পড় দিতে থাকে ওই যুবক।
ঘটনার পর শ্মশানে আসেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি অচিন্ত কুমার বিশ্বাস ও সাধারণ সম্পাদক কশোক শাহা। তারা উভয়েই ঘটনার নিন্দা জানিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।
বোয়ালিয়া থানার ওসি রবিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, পুরোহিত ও হামলাকারী যুবক পূর্বপরিচিত৷ পুরোহিতের পক্ষ থেকে এখনো থানায় অভিযোগ জানানো হয়নি৷ অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।