জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সন্ত্রাসী তৎপরতা দমনে অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ শুরু করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের সহিংসতা, সন্ত্রাস বা নৈরাজ্য সৃষ্টি না হয়, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় করা হচ্ছে। ফ্যাসিবাদী ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, এর আগে চলতি বছরের ৮ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের উদ্যোগে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-১’ শুরু করা হয়। ওই অভিযানের মাধ্যমে সন্ত্রাস দমন, অপরাধ নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।নির্বাচনসংক্রান্ত নিরাপত্তা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং বৈধভাবে আগ্নেয়াস্ত্রের প্রয়োজন হবে, তাদের লাইসেন্স দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। একই সঙ্গে নির্বাচনের কারণে যেসব আগ্নেয়াস্ত্র সরকারের হেফাজতে জমা রয়েছে, সেগুলোও নির্ধারিত প্রক্রিয়ায় ফেরত দেওয়া হবে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার তার নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। দেশে ফেরার পর তার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর আওতায় দেশজুড়ে সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।