গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় রয়েছে। তার মাথায় গুরুতর আঘাতের ফলে মস্তিষ্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ব্রেন স্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন পরিস্থিতিতে গুলিবিদ্ধ হওয়ার কয়েক ঘণ্টা আগে ওসমান হাদির সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্টকে ঘিরে সরগরম হয়ে উঠেছে ভারতীয় মিডিয়া অঙ্গন। ওসমান হাদি ভারতের ‘বিকৃত ম্যাপ’ পোস্ট করেছিলেন বলে দাবি করছে দেশটির মিডিয়াগুলো।
শনিবার (১৩ ডিসেম্বর) সকালে এমন দাবিতে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস।
হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ‘হাসিনার বিদায়ের পর একাধিক জনসভায় তিনি স্লোগান তুলেছিলেন – ‘দিল্লি না ঢাকা…’। বাংলাদেশের সেই ছাত্রনেতা ওসমান হাদি গুলিবিদ্ধ হন গত ১২ ডিসেম্বর। গুলিবিদ্ধ হওয়ার কয়েক ঘণ্টা আগেই এই ওসমান ভারতের বিকৃত একটি মানচিত্র পোস্ট করেছিলেন ফেসবুকে। একটি আলোচনা সভার সেই পোস্টে ভারতের থেকে পঞ্জাব, লাদাখ এবং জম্মু ও কাশ্মীরকে বিচ্ছিন্ন দেখানো হয়েছিল। সেগুলোকে পাকিস্তানের এলাকা হিসেবে দেখানো হয় মানচিত্রে।’এতে বলা হয়েছে, ‘মানচিত্রে পশ্চিমবঙ্গ, বিহারের অধিকাংশ এলাকা, গোটা ঝাড়খণ্ড, উত্তরপূর্ব ভারত এবং মিয়ানমারের আরাকান প্রদেশের উপকূলীয় এলাকাটিকে ‘বৃহত্তর বাংলাদেশ’-এর অংশ হিসেবে দেখানো হয়েছিল।’
এর আগে, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর সোয়া ২টার দিকে বিজয়নগরের পানির ট্যাংকির সামনে রিকশায় চলার সময় মোটরসাইকেলে আসা দুজন দুর্বৃত্ত তাকে খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে ঢামেকে নেওয়া হয়। পরে পরিবারের সিদ্ধান্তে এভারকেয়ারে স্থানান্তর করা হয়।
ঢামেক জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মোস্তাক আহমেদ বলেন, ডান দিক দিয়ে গুলি ঢুকে বাম কানের পাশ দিয়ে বেরিয়ে গেছে। গুলির কিছু অংশ এখনো মস্তিষ্কে রয়ে গেছে।
হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত তদন্ত করে জড়িত সবাইকে শনাক্ত ও গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন।