শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

ভোট দিতে ৩ লাখ ৪০ হাজার প্রবাসীর নিবন্ধন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে এখন পর্যন্ত ৩ লাখ ৪০ হাজার ৫৮৫ জন প্রবাসী নিবন্ধন করেছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা গেছে।

তথ্যানুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনকারীদের মধ্যে ৩ লাখ ১৬ হাজার ৬৬৫ জন পুরুষ ভোটার ও ২৪ হাজার ৩১৭ জন নারী ভোটার রয়েছেন।

দেশভিত্তিক নিবন্ধনের মধ্যে রয়েছে- সৌদি আরবে ৯৫ হাজার ৭১৮ জন, যুক্তরাষ্ট্রে ২১ হাজার ২৯৫ জন, কাতারে ৩০ হাজার ৩৫৫ জন, সংযুক্ত আরব আমিরাতে ২১ হাজার ৯২৫ জন, মালয়েশিয়ায় ২০ হাজার ৬৬৭ জন, সিঙ্গাপুরে ১৬ হাজার ১৭৩ জন, যুক্তরাজ্যে ১৪ হাজার ৫৩৫ জন, দক্ষিণ কোরিয়ায় ৯ হাজার ৬৪৬ জন, কানাডায় ১০ হাজার ০২২ জন, ওমানে ১৫ হাজার ৯০১ জন, অস্ট্রেলিয়ায় ৮ হাজার ৩১৫ জন, ইতালিতে ১০ হাজার ৭৩৬ জন এবং জাপানে ৭ হাজার ১১৮ জন।

এছাড়া, ইসির এক বার্তায় বলা হয়েছে, ‘ত্রয়োদশ সংসদ নির্বাচনে নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে ভোট দিতে নির্বাচনি তফসিল ঘোষণার তারিখ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। বিস্তারিত জানতে বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট (www.ecs.gov.bd) ভিজিট করতে বলা হয়েছে।’আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের ‘টিম লিডার’ সালীম আহমাদ খান বাসসকে এ তথ্য জানিয়েছেন।

অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সময় সঠিক ঠিকানা দেওয়ার জন্য প্রবাসী বাংলাদেশিদের অনুরোধে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102