লক্ষ্মীপুরে সেনাবাহিনী অভিযান চালিয়ে ৫টি আগ্নেয়াস্ত্র ও ১৬টি কার্তুজসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে। অভিযান শুক্রবার রাতেই সদর উপজেলার বশিকপুর ইউনিয়নে সম্পন্ন হয়।
গ্রেপ্তার আলাউদ্দিন বিরাহিমপুর গ্রামের মৃত সুলতান আহমদের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি ও মাদকসহ অন্তত ১৮টি মামলা রয়েছে। অপর গ্রেপ্তার পারভেজ লক্ষ্মীপুর পৌর শহরের সমসেরাবাদ এলাকার মৃত সৈয়দ আহমেদের ছেলে।
সেনাবাহিনী জানায়, লেফটেন্যান্ট ইমতিয়াজ হোসেনের নেতৃত্বে মধ্যরাতে আলাউদ্দিনের ভাড়া বাসায় অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, ৪টি দেশীয় এলজি, ৬ রাউন্ড রিভলবার কার্তুজ ও ১০ রাউন্ড এলজি কার্তুজ জব্দ করা হয়।
অভিযানের সময় বাসায় থাকা আরও তিনজন- জোবায়ের হোসেন শান্ত, ইকবাল ও ছোট ইউসুফ পালিয়ে যায়। তাদেরও বিভিন্ন ঘটনায় মামলা রয়েছে।লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, সন্ত্রাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।