শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

লক্ষ্মীপুরে ৫ আগ্নেয়াস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

লক্ষ্মীপুরে সেনাবাহিনী অভিযান চালিয়ে ৫টি আগ্নেয়াস্ত্র ও ১৬টি কার্তুজসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে। অভিযান শুক্রবার রাতেই সদর উপজেলার বশিকপুর ইউনিয়নে সম্পন্ন হয়।

গ্রেপ্তার আলাউদ্দিন বিরাহিমপুর গ্রামের মৃত সুলতান আহমদের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি ও মাদকসহ অন্তত ১৮টি মামলা রয়েছে। অপর গ্রেপ্তার পারভেজ লক্ষ্মীপুর পৌর শহরের সমসেরাবাদ এলাকার মৃত সৈয়দ আহমেদের ছেলে।

সেনাবাহিনী জানায়, লেফটেন্যান্ট ইমতিয়াজ হোসেনের নেতৃত্বে মধ্যরাতে আলাউদ্দিনের ভাড়া বাসায় অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, ৪টি দেশীয় এলজি, ৬ রাউন্ড রিভলবার কার্তুজ ও ১০ রাউন্ড এলজি কার্তুজ জব্দ করা হয়।

অভিযানের সময় বাসায় থাকা আরও তিনজন- জোবায়ের হোসেন শান্ত, ইকবাল ও ছোট ইউসুফ পালিয়ে যায়। তাদেরও বিভিন্ন ঘটনায় মামলা রয়েছে।লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, সন্ত্রাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102