শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

‘র’ আমার ভাইকে বাঁচতে দেবে না : হাদির বোন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তার বোন মাহফুজা। তিনি বলেছেন, ভারতের র আমার ভাইকে বাঁচতে দেবে না। ভাইয়ের ওপর যারা গুলি চালিয়েছে, আমরা তাদের বিচার চাই।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। শরিফ ওসমান হাদির বাড়ি ঝালকাঠির নলছিটিতে।

শুক্রবার দুপুরে ঢাকায় হাদি গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে ঝালকাঠিতে সড়ক অবরোধ করে জুলাই আন্দোলনের সমমনা সংগঠনগুলো। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সরব উপস্থিতি দেখা যায় সেখানে।

বিকাল ৪টার দিকে ঝালকাঠি কলেজ মোড় এলাকায় টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ শুরু করেন আন্দোলনকারীরা। এতে খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা চলা এই অবরোধে দূরপাল্লার বাসসহ শতাধিক যানবাহন আটকে পড়ে এবং যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।ঘটনাস্থলে গিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এসএম বায়জিদ ইবনে আকবর এবং ঝালকাঠি সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। বিকাল ৫টার দিকে যান চলাচল পুনরায় শুরু হয়।

অবরোধকারীরা জানিয়েছেন, ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার না করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তাদের দাবি মহাদির ওপর হামলা ছিল পরিকল্পিত, তাই দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।

এনসিপির ঝালকাঠি জেলা সমন্বয়ক মাইনুল ইসলাম মান্না বলেন, গ্রেপ্তার না হলে শনিবার বিকাল ৪টায় আবারও কলেজ মোড়ে সড়ক অবরোধ করা হবে। জনগণের দুর্ভোগ বিবেচনা করে আজকের কর্মসূচি শেষ করা হয়েছে।

ঝালকাঠি সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ বলেন, শরিফ ওসমান হাদি ঢাকায় গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় কলেজ মোড়ে সড়ক অবরোধ করা হয়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ৫টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102