শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

গুইমারায় বেগম রোকেয়া স্মরনে  রোকেয়া দিবস পালন

আব্দুর রহিম, গুইমারা,(খাগড়াছড়ি) প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
পার্বত্য খাগড়াছড়ির গুইমারাতে, নারী জাগরণের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেনের অবদান স্মরণে রোকেয়া দিবস পালিত হয়েছে।
৯ ডিসেম্বর মঙ্গলবার গুইমারা উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, গুইমারার আয়োজনে, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সম্মেল কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা, অদম্য নারী পুরস্কার সংবর্ধনা ও র‍্যালীতে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা:হাছিনা আলম।প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মিসকাতুল তামান্না।
অফিসার ইনচার্জ ওয়াহিদুজ্জমান
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মিসকাতুল তামান্না বলেন—নারীর পূর্ণাঙ্গ অগ্রগতি নিশ্চিত করতে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সরকার নারীর উন্নয়নে অসংখ্য সুযোগ সুবিধা দিচ্ছে—এসব সুবিধা কাজে লাগাতে হবে। নারীরা যেন কোনোভাবেই পিছিয়ে না পড়ে, বাল্যবিয়ে যাতে বন্ধ হয়—সেই প্রচেষ্টায় প্রশাসন সর্বদা সচেষ্ট থাকবে।
এসময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি অফিসার রেজাউল করিম ,গুইমারা থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী ,গুইমারা উপজেলা শিক্ষা অফিসার বাবলু হোসেন, গুইমারা কলেজের অধ্যক্ষ মো:নাজিম উদ্দিন, গুইমারা দাখিল মাদ্রাসর সুপার মুহাম্মদ জায়নুল আবদিন,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আলম, গুইমারা সদর ইউপি প্যানেল চেয়ারম্যান হরিপদসহ বিভাগীয় কর্মকর্তা,সংবাদিক,জনপ্রতিনিধি,নারী সংগঠনের কর্মীরা।
এ বছর অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীলতার স্বীকৃতি হিসেবে ক্রাখই মারমা (পিতা: কালা মারমা)–কে ‘অদম্য নারী’ হিসেবে মনোনীত করা হয় এবং অতিথিরা তাকে সম্মাননা স্মারক প্রদান করেন।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102