শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

মেট্রোরেলে ভ্যাট অব্যাহতি ছয় মাস বাড়ানোর প্রস্তাব

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

সরকার রাজধানীর মেট্রোরেল যাত্রীদের জন্য সুখবর দিয়েছে। চলমান ভ্যাট অব্যাহতি আগামী জুন পর্যন্ত বাড়ানোর প্রস্তাব বর্তমানে বিবেচনাধীন রয়েছে। মূলত চলতি বছরের ৩১ ডিসেম্বর এ সুবিধার মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও এবার তা আরও ছয় মাস বাড়ানো হতে পারে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান জানিয়েছেন, ভ্যাট অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া সরকার কর্তৃক হবে। এনবিআর শুধু প্রক্রিয়া সম্পন্ন করবে।

তিনি বলেন, ‘এখন আর এনবিআর স্বতঃসিদ্ধভাবে অব্যাহতি দিতে পারে না। এটি সরকারের সিদ্ধান্তের বিষয়। ইতিমধ্যে আইন মন্ত্রণালয় থেকে ভেটিং সম্পন্ন হয়েছে এবং এখন বিষয়টি মন্ত্রিপরিষদে রয়েছে।’

ঢাকা মেট্রোরেল ২০২২ সালের ডিসেম্বরের শেষ দিকে বাণিজ্যিক যাত্রা শুরু করে। দ্রুত, নিরাপদ এবং স্বস্তিদায়ক যাতায়াতের কারণে এটি রাজধানীবাসীর মধ্যে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে।গত ২০২৪-২৫ অর্থবছরের শুরু থেকে মেট্রোরেলের টিকিটে ভ্যাট আরোপ করা হয়েছিল। তবে এই ভ্যাট আদায়ে নানা জটিলতা দেখা দেয়। এরপর চলতি বছরের শুরুতে এক আদেশে ৩১ ডিসেম্বর পর্যন্ত ভ্যাট অব্যাহতি প্রদান করা হয়, যা যাত্রীদের জন্য টিকিটের খরচ কিছুটা কম রাখছে। এবার এই সুবিধা যদি আরও ছয় মাস বাড়ানো হয়, তাহলে যাত্রীদের ভ্রমণের ব্যয় একইভাবে স্বস্তিদায়ক থাকবে।

একই সময় সরকার হজযাত্রীদের জন্যও আরেকটি বড় স্বস্তির ঘোষণা দিয়েছে। আগামী বছর থেকে হজের আউটবাউন্ড ও রিটার্ন বিমান ভাড়ায় আরোপিত ৫ হাজার টাকার আবগারি শুল্ক (এক্সাইজ ডিউটি) প্রত্যাহার করা হবে। বিষয়টি ইতোমধ্যেই মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে বলে সংশ্লিষ্ট এনবিআর কর্মকর্তা জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102