এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ৯ ডিসেম্বর মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও অদম্য নারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফা সভাপতিত্বে ” নারী কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি ” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিজ তামান্না ফেরদৌসি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ফরহাদ হোসেন, উপজেলা আনসার ভিডিপি অফিসার মোঃ তরিকুল ইসলাম, উপজেলা আইসিটি অফিসার রনিক হাওলাদার, উপজেলা জনস্বাস্থ্য ও প্রকৌশলী কর্মকর্তা মোঃ ইমরান হোসেন,রামপাল প্রেস ক্লাবের সভাপতি ফকির আতিয়ার রহমান, রামপাল প্রেস ক্লাবের সদস্য শেখ মাসুম বিল্লাহ সহ প্রমুখ।
অনুষ্ঠানে ৫ টি ক্যাটাগরিতে ৫জন নারীকে অদম্য নারী সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
সম্মাননা প্রাপ্তরা হলেন
অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে বাঁশতলী ইউনিয়নের নারী উদ্দোক্তা গুলশান বেগম। শিক্ষা ও চাকরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে রামপাল সদরের শিপ্রা রানী সাহা। নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করছেন যে নারী ক্যাটাগরিতে মল্লিকেরবেড় ইউনিয়নের তাছলিমা খাতুন , সফল জননী নারী ক্যাটাগরিতে মল্লিকেরবেড় ইউনিয়নের মোসাঃ রোকেয়া বেগম ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার ক্যাটাগরিতে গৌরম্ভ ইউনিয়নের মোসাঃ লুৎফুন্নাহার বেগম।