শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে বিএনপি নেতাকর্মীদের মিছিল

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বিনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে মিছিল করেছে মনোনয়নবঞ্চিত তিন প্রার্থীর নেতাকর্মী ও সমর্থকরা।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার ব্রাহ্মণদি থেকে শুরু করে মিছিলটি সদরের বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করে।

এই আসনে দলটির প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপির কেন্দ্রীয় কমিটির (ঢাকা বিভাগের) সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদকে। কেন্দ্র থেকে তার নাম ঘোষণা হওয়ার পর থেকেই মূলত বিএনপির স্থানীয় তিন গ্রুপের পক্ষ থেকে এই আসনে দলীয় মনোনয়ন বাতিলের দাবি করা হচ্ছে।আন্দোলনকারী নেতাকর্মীদের দাবি, তারা শান্তিপূর্ণভাবে বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে দলটির হাইকমান্ডের কাছে মনোনয়ন স্থগিতের দাবি করে আসছেন। এই আসনে নজরুল ইসলাম আজাদ ছাড়াও দলটি থেকে মনোনয়নপ্রত্যাশী ছিলেন সাবেক তিনবারের সংসদ সদস্য আতাউর রহমান খান আঙ্গুর, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-অর্থনৈতিবিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন ও মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার।

উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মিরাজুল হাসান নয়ন মোল্লা বলেন, ‘নারায়ণগঞ্জ-২ আসনটি বিএনপির ঘাঁটি। এখানে বিগত সময়ে তিনবার বিএনপির প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাই আসন ধরে রাখতে হলে মনোনয়ন পরিবর্তনের দাবি করছি।’উপজেলা যুবদলের সাবেক সভাপতি আলী আজগর বলেন, ‘এই আসনে মনোনয়ন বাতিলের দাবিতে শান্তিপূর্ণ পরিবেশে আন্দোলন করে যাচ্ছি। দল যদি আমাদের দাবি না মানে তাহলে নারায়ণগঞ্জ-২ আসনে বিএনপির ডরাডুবি হবে। এর দায় দলকেই বহন করতে হবে।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102