সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১১:০২ অপরাহ্ন

এনসিপির তিন নেতাকে মাইক্রোবাস চাপায় হত্যাচেষ্টার অভিযোগ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

রাজশাহী জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম সাজুকে মাইক্রোবাস চাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।

সোমবার (৮ ডিসেম্বর) বেলা ৩টার দিকে জেলা এনসিপির একাংশের জরুরি সংবাদ সম্মেলন শেষে মোটরসাইকেলযোগে কাটাখালি উপজেলায় ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যাওয়ার পথে নগরীর চৌদ্দপায় এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় এনসিপি রাজশাহী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম সাজু, সংগঠনটির সদস্য আব্দুর বারি এবং বৈষম্যবিরোধী মিডিয়া সেলের সদস্য সাংবাদিক সোহানুর রহমান সোহান আহত হয়েছেন।স্থানীয় ও সংগঠনটির অন্যান্য নেতাকর্মীরা তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসা শেষে রিলিজ দেওয়া হলেও গুরুতর আহত আব্দুর বারিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎসা শেষে হাসপাতালের বাইরে এসে আহত এনসিপি নেতা সাজু জানান, সংবাদ সম্মেলন শেষ করে কাটাখালিতে একটি অনুষ্ঠানে যাওয়ার পথে কয়েকটি মোটরসাইকেল তাদের পিছু নেয়। শহর পেরিয়ে ফাঁকা এলাকায় গেলে একই লেনে উল্টো পথে আসা সিলভার রঙের একটি মাইক্রোবাস তাদের মোটরসাইকেল বহরে ধাক্কা দেওয়ার চেষ্টা করলে তারা প্রাণভয়ে মোটরসাইকেল থেকে লাফ দেন।এ ঘটনার পর রামেকে আসেন রাজশাহী মহানগর এনসিপির সদস্য সচিব আতিকুর রহমান। তিনি গণমাধ্যমকে জানান, নেতৃবৃন্দের ওপর হওয়া এই হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, ‘গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে রাজশাহী জেলায় এনসিপির সাংগঠনিক সম্পাদক সাজুর প্রাণনাশের চেষ্টা করা হয়েছে।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102