সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৮ অপরাহ্ন

প্রিজনভ্যানে জাতীয় সংগীত গাইতে গাইতে ট্রাইব্যুনাল ছাড়লেন পলক

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

জাতীয় সংগীত গাইতে গাইতে প্রিজনভ্যানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ত্যাগ করেছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ সময় তার সঙ্গে আরও কয়েকজন আসামি সুর মেলান।

সোমবার (৮ ডিসেম্বর) জুলাই গণঅভ্যুত্থান ঘিরে হত্যা-গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৬ জনকে কারাগারে পাঠানো হয়েছে।

অভিযোগের বিষয়ে অগ্রগতি তুলে ধরে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম আদালতে জানান, তদন্ত শেষ করতে আরও দুই মাস সময় প্রয়োজন। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ সেই সময় মঞ্জুর করে আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।এরপর দুপুর ২টার পরপরই প্রিজনভ্যানে তুলে ট্রাইব্যুনাল থেকে কারাগারের উদ্দেশে পাঠানো হয় আসামিদের। প্রিজনভ্যানে উঠতেই জাতীয় সংগীত গাইতে শুরু করেন পলক। তার সঙ্গে ভ্যানের অন্যান্য আসামিরাও সুর মিলান। সোমবারের মামলায় ৪৫ জনের মধ্যে চার জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। এর মধ্যে থাকছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এর আগে এ দিন সকালে কেরানীগঞ্জ, কাশিমপুর ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন কারাগার থেকে প্রিজনভ্যানে করে কড়া নিরাপত্তায় সাবেক মন্ত্রী, বিচারপতি, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সাবেক প্রতিমিন্ত্রী ও এমপিসহ ১৬ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

তারা হলেন: সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক নৌমন্ত্রী শাজাহান খান, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাংগীর আলম, সাবেক এমপি সোলাইমান সেলিম, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, সাবেক বেসরকারি শিল্প-বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।

অসুস্থ থাকায় সাবেক এমপি কর্নেল ফারুক খানকে উপস্থিত করা হয়নি।প্রসিকিউশনের পক্ষ থেকে সালমান এফ রহমান, আনিসুল হক, ইনু ও পলকের বিরুদ্ধে আলাদা আলাদা ফরমাল চার্জ দাখিল করা হয়েছে। ইনুর মামলায় সাক্ষ্যগ্রহণও চলছে। এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থানে ইন্টারনেট সেবা বন্ধের মাধ্যমে গণহত্যার অভিযোগে পলক ও শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করেছে ট্রাইব্যুনাল-১। একই সঙ্গে জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

আনিসুল হক ও সালমানের ফরমাল চার্জে শিক্ষার্থী ও সাধারণ জনগণকে হত্যা করার অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে। আদালত তাদের বিরুদ্ধেও শুনানির জন্য দিন নির্ধারণ করেছেন।

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যুবলীগ সভাপতি এবং আরও সাত জনের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে। শিগগিরই প্রসিকিউশনের কাছে তাদের প্রতিবেদন পৌঁছাবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102