সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:১০ পূর্বাহ্ন

ডোমেস্টিক ওয়ার্কার এমপ্লয়ারস অ্যাসোসিয়েশন বাংলাদেশের নতুন কমিটি গঠন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

ডোমেস্টিক ওয়ার্কার এমপ্লয়ারস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ডি ডাবলিউ ই এ বি) নতুন নির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) ঢাকার বনশ্রী এলাকায় নারী উন্নয়ন শক্তির প্রশিক্ষণ কেন্দ্রে ‘শ্রম আইনে গৃহশ্রমিকদের অন্তর্ভুক্তি ও আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এ কমিটি ঘোষণা করা হয়।

রোববার (৭ ডিসেম্বর) সংগঠনটির প্রেসিডেন্ট ড. আফরোজা পারভীন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

সংগঠনটি একটি অ-রাজনৈতিক ও অ-লাভজনক ট্রেড সংগঠন, যার লক্ষ্য গৃহস্থালি শ্রমিক নিয়োগকারীদের সংগঠিত করা এবং গৃহকর্মী-নিয়োগদাতার মধ্যে স্বচ্ছ, মানবিক ও আইনসম্মত কর্মসম্পর্ক প্রতিষ্ঠা করা।সকালের অধিবেশনে গৃহশ্রমিক নীতিমালা, শ্রম আইন, নিয়োগদাতা-গৃহকর্মীর দায়িত্ব ও করণীয় এবং গৃহশ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় সদস্যদের ভূমিকা নিয়ে আলোচনা হয়। বিকেলের অধিবেশনে গঠনতন্ত্র সংশোধন, বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন এবং নতুন কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়।

নবনির্বাচিত কমিটির প্রেসিডেন্ট ড. আফরোজা পারভীন, ভাইস প্রেসিডেন্ট কাজী দিলরুবা জেফু, সেক্রেটারি নাসিমা হক, কোষাধ্যক্ষ মিতা রহমান, দপ্তর সম্পাদক সাহিদা ওয়াহাব, প্রচার সম্পাদক সেলিনা খাতুন, সাংগঠনিক সম্পাদক মর্জিনা বেগম বেবী, আইন সম্পাদক অ্যাডভোকেট জাকিয়া আনার কলি, সহ-সম্পাদক সেলিনা বেগম এবং নির্বাহী সদস্য সামনাজ ফারজানা ও পারভীন আক্তার নির্বাচিত হয়েছেন।সংস্থার অ্যাডভাইজার হিসেবে বক্তব্য রাখেন জনাব আবুল হোসেন। নারী উন্নয়ন শক্তির সহযোগিতায় এই সভার আয়োজন করা হয়। সভায় অংশগ্রহণকারী সদস্যরা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও যুগোপযোগী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102