সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:৪৬ পূর্বাহ্ন

মোবাইল ব্যবসায়ীদের বিটিআরসি ভবন ঘেরাও

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) ব্যবস্থার সংস্কারসহ কয়েকটি দাবি তুলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবন ঘেরাও কর্মসূচি পালন করছে মোবাইল ব্যবসায়ীরা।

রোববার (৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটির ব্যানারে দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা আগারগাঁওয়ে বিটিআরসি ভবনের সামনে জড়ো হন।

দেশের বিভিন্ন স্থান থেকে আগত ব্যবসায়ীদের উপস্থিতির কারণে সড়কের এক পাশ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ব্যবসায়ীদের প্রধান তিনটি দাবি হলো- এনইআইআর সংস্কার, মোবাইল ফোন বাজারে সিন্ডিকেট প্রথা বাতিল এবং বৈধভাবে মোবাইল আমদানির সুযোগ উন্মুক্ত করা।

বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটির সেক্রেটারি আবু সায়ীদ পিয়াস বলেন, আমরা বহুবার সরকারের কাছে আলোচনার আবেদন জানিয়েছি, কিন্তু কোনো পক্ষ থেকে আমাদের ডাকা হয়নি। আলোচনার টেবিলে বসলে সমস্যার সমাধান সম্ভব ছিল। এখন পরিস্থিতি এমন যে, সারা দেশের খুচরা ব্যবসায়ীরা দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।ব্যবসায়ীদের অভিযোগ, এনইআইআর চালু হলে লাখ লাখ ছোট-বড় ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবেন। নতুন নিয়ম বাস্তবায়িত হলে বিশেষ একটি গোষ্ঠী লাভবান হবে এবং বাড়তি করের কারণে মোবাইল ফোনের দাম গ্রাহক পর্যায়ে বাড়বে।

সরকার জানায়, ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর কার্যকর করার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া বৈধ পথে মোবাইল আমদানিতে শুল্কহার কমানো এবং প্রবাসীদের আনা ফোনে বিশেষ সুবিধা প্রদানের বিষয়েও কাজ চলছে।

এনইআইআরের মাধ্যমে দেশে ব্যবহৃত প্রতিটি মোবাইল ফোন নিবন্ধন করা হবে। এতে অবৈধভাবে আনা ফোন নেটওয়ার্কে ব্যবহার করা যাবে না।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102