রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :

সেনা সদস্যের ওপর প্রজন্ম লীগ নেতার নেতৃত্বে হামলা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

রাস্তার জমিসংক্রান্ত পূর্ববিরোধকে কেন্দ্র করে কিশোরগঞ্জের বাজিতপুরে সাবেক সেনা সদস্য মো. ওবায়দুল হক রতনের (৫৮) ওপর উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি সোহেলের নেতৃত্বে হামলার অভিযোগ উঠেছে।

হামলায় গুরুতর আহত রতন বর্তমানে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিকস বিভাগে চিকিৎসাধীন।

রতনের ছোট ভাই তুষার বাজিতপুর থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগে বলা হয়, শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার নামাজের পর দীর্ঘদিনের জমি বিরোধের জেরে সোহেলের নেতৃত্বে শরিফ মিয়া, আইয়ুব আলী, সাজিব মিয়া, মুইনুদ্দিন, সাকিব মিয়া, হাসিব মিয়া, বকুল মিয়া, জব্বার মিয়া, বানু মিয়া, আ. হাকিম, মিকাইল মিয়াসহ একদল ব্যক্তি রতনের বাড়িতে গিয়ে তাকে হুমকি-ধমকি দেয়।এরপর রামদা, লাঠি, চাইনিজ কুড়াল, লোহার রড, বল্লম ও লোহার পাইপ দিয়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করে।

রতনকে উদ্ধার করতে গিয়ে তার আত্মীয় সুমন আক্তার (৩৭) ও মুস্তাফিজুর রহমানকেও (৩২) মারধর করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তারা বাড়ি ফিরলেও রতনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

অভিযুক্ত সোহেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

বাজিতপুর থানার ওসি মুরাদ হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102