রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:৩৯ পূর্বাহ্ন

ঢাকা-৮-এ প্রার্থী হতে পারেন ডাকসু ভিপি সাদিক কায়েম

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

ঘনিয়ে আসছে নির্বাচন। বলা যেতে পারে, দুয়ারে কড়া নাড়ছে। রাজধানী ঢাকার আসনগুলোর দিকে চোখ সবার। শুধু রাজধানী বলেই নয়, ইতোমধ্যে প্রার্থী ঘোষণায় একাধিক চমক দেখা গেছে। তাই নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে অন্য সব আসনের মতো ঢাকা-৮ আসনেও চলছে নানা হিসাব-নিকাশ। আর এ আসনটিত সবচেয়ে বড় চমক আনতে যাচ্ছে সম্ভবত বাংলাদেশ জামায়াতে ইসলামী। কেননা, নানাসূত্রে খবর, এই আসনটিতে দলের তরফ থেকে ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি সাদিক কায়েমকে নতুন সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (০৬ ডিসেম্বর) বিষয়টি একরকম নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।

জানা গেছে, তরুণ ভোটারদের মধ্যে গ্রহণযোগ্যতা, শিক্ষাঙ্গনের রাজনীতিতে সক্রিয় ভূমিকা এবং স্থানীয় পর্যায়ে সংগঠন গোছানোর অভিজ্ঞতার কারণে সাদিক কায়েমকে তালিকার শীর্ষে রাখা হয়েছে। যদিও দল থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।এর আগে, ঢাকা-৮ আসনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিনকে মনোনীত করেছিল দলটি। মনোনীত হওয়ার পর থেকে তিনি আসনটিতে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন।

চলতি বছর সেপ্টেম্বরে ডাকসু নির্বাচনে বিপুল ভোটে ভিপি নির্বাচিত হন ছাত্রশিবির সমর্থিত প্রার্থী সাদিক কায়েম। ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাদিক কায়েম পান সর্বোচ্চ ১৪ হাজার ৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান পান ৫ হাজার ৭০৮ ভোট।

উল্লেখ্য, ইতোমধ্যে ঢাকা-৮ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে মির্জা আব্বাসের নাম ঘোষণা করেছে বিএনপি। অন্যদিকে একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করার ঘোষণা দিয়ে গণসংযোগ চালাচ্ছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি।

 

 

 

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102