শর্মিলা রহমান সিঁথি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্রবধূ। ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী। সুসময়–দুঃসময় আছেন শাশুড়ির পাশে। কারাগার থেকে হাসপাতালে খালেদা জিয়ার খুব কাছেই ছিলেন। এখনো রয়েছেন। এবার তার সাথে যুক্ত হয়েছেন তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান। এখন দুই পুত্রবধূই সংকটাপন্ন খালেদা জিয়ার পাশে রয়েছেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডনযাত্রায় সঙ্গী হতে শুক্রবার বেলা পৌনে ১১টায় ঢাকায় আসেন জোবাইদা রহমান। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান যুক্তরাজ্যের চিকিৎসক রিচার্ড বেলি, জোবাইদা রহমানের বড় বোন শাহিনা খান জামান ও তার স্বামী অবসরপ্রাপ্ত এয়ার কমোডর সৈয়দ শফিউজ্জামান এবং মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার বিষয়টি এখন নির্ভর করছে তার সর্বশেষ শারীরিক অবস্থা এবং চিকিৎসকদের সিদ্ধান্তের ওপর।
বিএনপির মিডিয়া সেলের একটি সূত্র জানায়, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর নির্ভর করবে লন্ডন নেওয়ার সিদ্ধান্ত। সে বিষয় আজ (শনিবার) রাতে সিদ্ধান্ত দেবে মেডিকেল বোর্ড।
সূত্রটি আরও জানায়, জার্মানি থেকে যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল, সেটি আগামীকাল রোববার (৭ নভেম্বর) ঢাকায় পৌঁছাতে পারে।চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে লন্ডন ক্লিনিকে চিকিৎসা নেন তিনি। চিকিৎসা শেষে চার মাস পর ৫ মে কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সেই দেশে ফেরেন বিএনপি চেয়ারপারসন। তখন তার সঙ্গে দেশে এসেছিলেন পুত্রবধূ জোবাইদা।
এবার প্রায় দুই সপ্তাহ ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা উদ্বেগজনক বলে চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছেন বিএনপির নেতারা।