শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৪ অপরাহ্ন

সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট প্লট বরাদ্দ দুর্নীতি মামলার রায় নিয়ে অসন্তোষ প্রকাশ দুদক আইনজীবীর

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলার রায় প্রত্যাশা অনুযায়ী হয়নি বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খান মো. মঈনুল হাসান।

সোমবার (০১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক মো. রবিউল আলম এ মামলার রায় ঘোষণা করেন।

রায়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে দুই বছর, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঁচ বছর এবং তার বোন শেখ রেহানাকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। মামলার অন্য ১৪ আসামির প্রত্যেককেও পাঁচ বছর করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

রায় ঘোষণার পর ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দুদকের আইনজীবী মঈনুল হাসান বলেন, ‘আমরা দুদকের সঙ্গে আলোচনা করে রায়ের বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাব। আমাদের প্রত্যাশা অনুযায়ী রায় হয়নি। আমরা সর্বোচ্চ শাস্তি, যাবজ্জীবন চাইছিলাম।’

পলাতক আসামিদের দেশে ফেরানোর বিষয়ে তিনি জানান, যেসব দেশে আসামিরা অবস্থান করছেন, সেসব দেশ থেকে তাদের ফেরাতে ইন্টারপোলের সহায়তা নেওয়া হবে। টিউলিপ সিদ্দিক ব্রিটিশ নাগরিকও হওয়ায় তার ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশি আইনে যেসব প্রক্রিয়া অনুসরণ করতে হয়, সেগুলো সরকারের সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে সম্পন্ন করা হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102