শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:১৫ অপরাহ্ন

চিকিৎসাধীন স্বজনকে দেখতে গিয়ে লাশ হলেন দুজন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

যশোরে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছেন। শনিবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে যশোর-চৌগাছা সড়কের সদর উপজেলার চুড়ামনকাটির জগহাটি ব্রিজের কাছে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার আলিশা গ্রামের তাহাজ্জলের ছেলে ইব্রাহিম (৪০) ও মৃত আফিল উদ্দিনের ছেলে সেলিম হোসেন (৩৮)। পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

জানা গেছে, ইব্রাহিম ও সেলিম যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক স্বজনকে দেখার উদ্দেশ্যে মোটরসাইকেল (যশোর-ল ১২-৯৫৬৮) করে আসছিলেন। পথিমধ্যে জগহাটির জোড়াপোল ব্রিজের কাছে পৌঁছালে একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১১-৮২৯২) তাদের ধাক্কা দিয়ে চলে যায়। দুর্ঘটনায় তারা সড়কের ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান।খবর পেয়ে স্থানীয় সাজিয়ালী ক্যাম্প পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা রাত সাড়ে ৯টায় মরদেহ দুটি উদ্ধার করে জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

চুড়মনকাটির সাজিয়ালী ক্যাম্পের ইনচার্জ আব্দুর রউফ জানান, হাসপাতালে চিকিৎসাধীন এক স্বজনকে দেখার উদ্দেশ্যে যাওয়ার পথে ইব্রাহিম ও সেলিম সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছেন। নিহতদের আত্মীয় স্বজনকে খবর দেওয়া হয়েছে। ঘাতক বাসটি পুলিশের হেফাজতে রয়েছে। চালক ও সহকারীরা পালিয়ে গেছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102