কুষ্টিয়ার দৌলতপুরে জনি হোসেন (৩২) নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মহিষকুন্ডি মাঠপাড়া এলাকায় শনিবার (২৯ নভেম্বর) দুপুর ১টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত জনি জামালপুর এলাকার মৃত জাকির হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে পূর্বশত্রুতার জের ধরে ওই এলাকার সোহানের লোকজন জনিকে মারধর করে। স্থানীয় চিকিৎসকের কাছে নিলে তার পিঠে একাধিক সেলাই দিতে হয়। এ ঘটনায় প্রাণভয়ে জনি মহিষকুন্ডি মাঠপাড়া এলাকায় রাত কাটান। শনিবার দুপুরে বাড়ি ফেরার পথে সোহানের নেতৃত্বে বেশ কয়েক জন জনির ওপর হামলা চালায়। দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়।
দৌলতপুর থানার ওসি সোলাইমান শেখ জানান, মহিষকুন্ডি মাঠপাড়ায় একজনকে হত্যা করা হয়েছে। পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে। আমাদের টিম কাজ করছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।