শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৭:০৮ অপরাহ্ন

নওগাঁয় দুই মাথা ও তিন হাতওয়ালা শিশুর জন্ম

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

নওগাঁয় বিরল শারীরিক গঠনের এক নবজাতকের জন্ম হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ১টার দিকে নওগাঁ জেলা শহরের প্রাইম ল্যাব অ্যান্ড হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে দুই মাথা ও তিন হাতওয়ালা একটি শিশুর জন্ম দেন আরিফা নামের এক গৃহবধূ।

জন্মের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে উৎসুক মানুষের ভিড় লক্ষ করা যায়।

হাসপাতাল সূত্র জানায়, জন্মের পর নবজাতককে জটিল শারীরিক অবস্থার কারণে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।

চিকিৎসকরা জানান, শিশুটির দেহে বিরল ধরনের জন্মগত বিকৃতি থাকায় শারীরিক বিভিন্ন অঙ্গের সঠিক কার্যকারিতা পাওয়া যায়নি। সব চেষ্টা সত্ত্বেও জন্মের মাত্র এক ঘণ্টা পর শিশুটি মারা যায়। আরিফা নওগাঁ সদর উপজেলার রকির স্ত্রী।পরিবার সূত্রে জানা যায়, গর্ভাবস্থায় বেশ কয়েকবার আল্ট্রাসনোগ্রাম করা হলেও শিশুর এমন বিরল শারীরিক গঠন আগে ধরা পড়েনি। হঠাৎ এ অবস্থার ঘটনায় পরিবার-পরিজন শোকাহত হয়েছেন।

বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, দুই মাথা বা অতিরিক্ত অঙ্গসহ শিশুর জন্ম সাধারণত বিরল জিনগত বা ভ্রূণ বিভাজনজনিত জটিলতার কারণে ঘটে। গর্ভাবস্থার প্রাথমিক পর্যায়ে ভ্রূণের সঠিকভাবে বিভাজন না হওয়ায় এমন ঘটনা ঘটতে পারে।

মর্মান্তিক এই ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ পরিবারকে মানসিক সহায়তা ও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দিয়েছে।

স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে জনমনে কৌতূহল তৈরি হলেও চিকিৎসকরা এ ধরনের ঘটনার পেছনে কুসংস্কারের পরিবর্তে বৈজ্ঞানিক ব্যাখ্যা বিবেচনার আহ্বান জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102