শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৩২ অপরাহ্ন

মগবাজারে ছুরিকাঘাতে দুইজন আহত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

রাজধানীর রমনা থানাধীন মগবাজার মোড় আদদীন হাসপাতালের সামনে পুর্বশত্রুতার জেরে দুইজন শিক্ষার্থী ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন, এম এম রিদওয়ান খায়ের (রাজিন- ১৫) ও তানভীর আহমেদ (১৬)।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদেরকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে।

তাদেরকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা বন্ধু অন্তর জানান, ‘আমরা বিএম ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী। একই স্কুলের শিক্ষার্থী শাফিন আদিত্য ৩-৪জন মিলে পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘাতে গুরুতর আহত করে। পরে দুজনকে উদ্ধার করে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে।’তিনি আরও জানান, আহত রিদওয়ান নিউ ইস্কাটন নুরাবাদ কলোনি মগবাজার দিলু রোডের১৪/ই নম্বর বাসার আবু খায়রে ছেলে, বিএম ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ সপ্তম শ্রেণির শিক্ষার্থী ও তাজবীর মগবাজার ইস্পাহানী কলোনী মোঃ জসিম উদ্দিনের সন্তান। বিএম ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ অষ্টম শ্রেণির শিক্ষার্থী ।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মগবাজার মোড় এলাকায় আদদীন হাসপাতালে সামনে একই স্কুলের শিক্ষার্থী মধ্যে মারামারির ঘটনা দুইজন ঢামেকের জরুরি বিভাগে এসেছে। তাদের দুজনে মধ্যে রিদওয়ানের পেটের চুরিকাঘাত রয়েছে ও তানভীরের বাম পায়ের রানের ছুরিকাঘাত রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করেছি।

চিকিৎসক জানিয়েছেন, রিদওয়াদের অবস্থা আশঙ্কাজনক।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102