শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৬ অপরাহ্ন

সোনাডাঙ্গা বাইপাস সড়কে কেসিসি-কেডিএ’র উচ্ছেদ অভিযান

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

সোনাডাঙ্গা বাইপাস সড়ক দখলমুক্ত করতে খুলনা সিটি করপোরেশন (কেসিসি) ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) যৌথভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত চলা অভিযানে সড়কের দুই পাশে গড়ে ওঠা দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও কয়েকটি পরিবহন কাউন্টার অপসারণ করা হয়।

অভিযানের সময় সামান্য উত্তেজনা সৃষ্টি হলেও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কেডিএ ও কেসিসির কর্মকর্তারা জানান, প্রায় ১ কিলোমিটার দীর্ঘ ও ৬০ ফুট প্রশস্ত সোনাডাঙ্গা বাইপাস সড়ক নগরীতে প্রবেশের অন্যতম প্রধান পথ। কিন্তু দীর্ঘদিন ধরে সড়কের বড় একটি অংশ দখল হয়ে থাকায় এটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছিল। ফলে কেসিসি সড়কটি গ্রহণে অনাগ্রহ দেখায় এবং উন্নয়ন প্রকল্পও স্থবির হয়ে পড়ে। জনস্বার্থে সড়কটি দখলমুক্ত করতে বাধ্য হয়েই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

এ দিন ৩০টিরও বেশি অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সামনে আরও শতাধিক স্থাপনা উচ্ছেদের লক্ষ্য নিয়ে অভিযান অব্যাহত থাকবে।কেসিসির পরিকল্পনা কর্মকর্তা মো. আবিরুল জব্বার বলেন, ‘নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশপথ সোনাডাঙ্গা বাইপাস সড়কের উন্নয়নকাজ বহুদিন ধরে বন্ধ ছিল অবৈধ দখলের কারণে। ৬০ ফুট প্রশস্ত এই সড়কের দু’পাশে দোকান ও বাস কাউন্টার গড়ে তোলা হয়েছিল। এসব বিবেচনায় উচ্ছেদ চালানো হয়েছে। অভিযান চলমান থাকবে।’

তবে স্থানীয় অনেকের দাবি, তারা বৈধ ইজারা ও ভাড়ার ভিত্তিতে ব্যবসা পরিচালনা করছিলেন। আকস্মিক উচ্ছেদে ক্ষতিগ্রস্ত হওয়ায় তারা ন্যায্য ক্ষতিপূরণ দাবি করেছেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102