শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৫ অপরাহ্ন

জুলাইয়ের হত্যা মামলা থেকে অব্যাহতি পেলেন বাণিজ্য উপদেষ্টা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

জুলাই গণঅভ্যুত্থানকালে ভারগো গার্মেন্টস কোম্পানির ‘এক্সিকিউটিভ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার’ মো. সোহান শাহ হত্যা মামলায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন অব্যাহতি পেয়েছেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম তাকে অব্যাহতির আদেশ দেন। ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও র‌্যাব-৩-এর উপপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান গত ২৪ নভেম্বর ফৌজদারি কার্যবিধির ১৭৩(ক) ধারা অনুযায়ী অন্তর্বর্তী প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে বলা হয়েছে, শেখ বশিরউদ্দীনের কোনো সংশ্লিষ্টতা মামলার ঘটনার সঙ্গে পাওয়া যায়নি। সেই কারণে তাকে মামলার দায় থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই রামপুরার সিএনজি স্টেশনের সামনে গুলিতে আহত হন মো. সোহান শাহ। আহত অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি হন, কিন্তু ২৮ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওই ঘটনার পর সোহানের মা, সুফিয়া বেগম, ১৯ সেপ্টেম্বর ঢাকার সিএমএম আদালতে মামলা করেন।মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৫৭ জনকে আসামি করা হয়। এই মামলার ৪৯ নম্বর আসামি ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। আদালতের অন্তর্বর্তী প্রতিবেদনের ভিত্তিতে প্রমাণিত হয়েছে যে, তিনি ঘটনার সঙ্গে কোনোভাবে যুক্ত নন। এর ফলে তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, অব্যাহতির এই আদেশ কার্যকর হওয়ার পর মামলার অন্যান্য আসামিদের বিচারে প্রক্রিয়া আগের মতো চলবে। মামলার তদন্তকারী কর্মকর্তারা ইতিমধ্যেই বাকি আসামিদের বিরুদ্ধে মামলা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও প্রমাণ সংগ্রহে ব্যস্ত রয়েছেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102