উপস্থিত থেকে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ প্রদান করেন- রামপাল উপজেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক মোঃ হোসেন আলী,কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ আলম মুন্সী, রামপাল সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ সোহেল,সাংগঠনিক সম্পাদক জিল্লু রহমান,৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আবুবকর সিদ্দিক সহ ইউনিয়ন বিএনপির বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই সময় উপস্থিত অতিথিরা বলেন -কৃষিবিদ শামীমুর রহমান শামীম ভাই প্রান্তিক চাষিরা যাতে অল্প সময়ের ও কম খরচে বেশি ধান ঘরে তুলতে পারে তার জন্য রামপাল-মোংলা কৃষকদের মাঝে এই বীজ বিতরণ কর্মসূচী হাতে নিয়েছেন।এর আগে রামপালে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ করা হয়েছে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথমে কৃষকদের জন্য কাজ করেছেন।বিএনপি যখনই রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছে তখনই দেশের শ্রমজীবী মানুষ ও কৃষকদের উন্নয়নে কাজ করেছে। আগামীতে বিএনপি আবারও সরকার গঠন করলে কৃষক-শ্রমিক সহ দেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন হবে।