শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:১৮ অপরাহ্ন

ইসিকে সর্বাত্মক সহযোগিতা করবে নৌবাহিনী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সশস্ত্র বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে জানিয়েছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সরকার ও নির্বাচন কমিশনকে বাংলাদেশ নৌবাহিনী সার্বিক সহযোগিতা করবে।

সোমবার (২৪ নভেম্বর) সকালে পটুয়াখালীর কলাপাড়ায় বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে ২০২৫ ব্যাচের নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নৌবাহিনী প্রধান আরও বলেন, দেশের অভ্যন্তরে দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বিশ্বের বিভিন্ন দেশে নৌবাহিনীর যুদ্ধজাহাজ, নৌ সদস্য ও কন্টিনজেন্ট দায়িত্ব পালন করছে। ১৯৯৩ সাল থেকে এ পর্যন্ত নৌবাহিনীর প্রায় ৭৫০০ সদস্য ফিলিস্তিন শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেছেন। বিশ্ব শান্তিরক্ষা কার্যক্রমে দায়িত্ব পালন করতে গিয়ে নৌবাহিনীর চারজন সদস্য শাহাদাত বরণ করেছেন বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বি–২০২৫ ব্যাচের নবীন নাবিকদের মধ্যে রিজান মোল্যা পেশাগত ও অন্যান্য বিষয়ে সর্বোচ্চ কৃতিত্ব দেখিয়ে সেরা চৌকশ নাবিক হিসেবে ‘নৌপ্রধান পদক’ অর্জন করে। দ্বিতীয় স্থান অর্জনকারী মো. মারুফ হাসান মুন্না ‘কমখুল পদক’ এবং তৃতীয় স্থান অর্জনকারী মো. হাসান আলী ‘শের-ই-বাংলা পদক’ লাভ করেন।জাঁকজমকপূর্ণ এ অনুষ্ঠানে ৪১৭ জন নবীন নাবিক ২২ সপ্তাহের কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে বাংলাদেশ নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হন। তারা জাতীয় পতাকা স্পর্শ করে দেশের প্রয়োজনে জীবন উৎসর্গের শপথ গ্রহণ করেন।

এ সময় নৌবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, নৌসদস্য, নবীন নাবিক এবং তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

সোমবার (২৪ নভেম্বর) সকালে পটুয়াখালীর কলাপাড়ায় বানৌজা শের-ই-বাংলা প্যারেড গ্রাউন্ডে ২০২৫ ব্যাচের নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নৌবাহিনী প্রধান আরও বলেন, দেশের অভ্যন্তরে দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বিশ্বের বিভিন্ন দেশে নৌবাহিনীর যুদ্ধজাহাজ, নৌ সদস্য ও কন্টিনজেন্ট দায়িত্ব পালন করছে। ১৯৯৩ সাল থেকে এ পর্যন্ত নৌবাহিনীর প্রায় ৭৫০০ সদস্য ফিলিস্তিন শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেছেন। বিশ্ব শান্তিরক্ষা কার্যক্রমে দায়িত্ব পালন করতে গিয়ে নৌবাহিনীর চারজন সদস্য শাহাদাত বরণ করেছেন বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বি–২০২৫ ব্যাচের নবীন নাবিকদের মধ্যে রিজান মোল্যা পেশাগত ও অন্যান্য বিষয়ে সর্বোচ্চ কৃতিত্ব দেখিয়ে সেরা চৌকশ নাবিক হিসেবে ‘নৌপ্রধান পদক’ অর্জন করে। দ্বিতীয় স্থান অর্জনকারী মো. মারুফ হাসান মুন্না ‘কমখুল পদক’ এবং তৃতীয় স্থান অর্জনকারী মো. হাসান আলী ‘শের-ই-বাংলা পদক’ লাভ করেন।

জাঁকজমকপূর্ণ এ অনুষ্ঠানে ৪১৭ জন নবীন নাবিক ২২ সপ্তাহের কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে বাংলাদেশ নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হন। তারা জাতীয় পতাকা স্পর্শ করে দেশের প্রয়োজনে জীবন উৎসর্গের শপথ গ্রহণ করেন।

এ সময় নৌবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, নৌসদস্য, নবীন নাবিক এবং তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102