শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:১৮ অপরাহ্ন

সাংবাদিকরাই পারে প্রকৃত সত্য জাতির সামনে উপস্থাপন করতে : আলতাফ হোসেন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, সাংবাদিকরা হচ্ছে সমাজের বিবেক। সাংবাদিকেরাই পারেন তাদের লেখনীর মাধ্যমে মানুষের মাঝে গণসচেতনতা গড়ে তুলতে, অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সংগ্রাম করে সত্য প্রতিষ্ঠা করতে এবং প্রকৃত সত্যকে জাতির সামনে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে। সাংবাদিকরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা।

শনিবার (২২ নভেম্বর) সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পটুয়াখালী প্রেসক্লাবের হীরক জয়ন্তী–২০২৫ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পটুয়াখালী প্রেসক্লাবের আহ্বায়ক মো. জাকির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার আনোয়ার জাহিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক হাওলাদার, কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংসু সরকার কুটি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. গোলাম কিবরিয়া, অতুল চন্দ্র দাস, কাজী শামসুর রহমান ইকবাল, সাধারণ সম্পাদক জাকারিয়া হৃদয়।

প্রধান অতিথির বক্তব্যে আলতাফ হোসেন চৌধুরী আরও বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি পটুয়াখালী প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকরা তাদের মেধা ও মনন সঠিকভাবে প্রয়োগের মাধ্যমে পটুয়াখালীর গৌরবগাথা ইতিহাস দেশ ও জাতির সামনে উপস্থাপন করবেন।’

অনুষ্ঠানের আগে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। অনুষ্ঠানের শুরুতে প্রবীণ সাংবাদিকদের ক্রেস্ট ও উত্তরীয় পরিয়ে সম্মাননা দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক পটুয়াখালী পৌরসভা চেয়ারম্যান মোশতাক আহমেদ, এবি পার্টির কেন্দ্রীয় নেতা অধ্যাপক ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, পৌর বিএনপির আহ্বায়ক মো. কামাল হোসেন, বিএনপি নেতা দেলোয়ার হোসেন নান্নু, মো. মিজানুর রহমান, জেলা যুবদলের সাবেক সভাপতি মো. মনিরুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তৈফিক আলী খান কবির, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমি, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির, সাবেক সভাপতি মোজাম্মেল হোসেন তপন, সাধারণ সম্পাদক শরীফ মো. সালাহউদ্দিন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেস সেক্রেটারি ও পবিপ্রবি’র সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো. মাহফুজুর রহমান সবুজ, পবিপ্রবি’র আইন উপদেষ্টা অ্যাডভোকেট আনিসুর রহমান, পটুয়াখালী জেলার সাবেক সিনিয়র তথ্য অফিসার মো. বজলুর রশিদ, প্রেসক্লাব দুমকির সভাপতি মো. দেলোয়ার হোসেন, এবি পার্টির জেলা সদস্য সচিব ইঞ্জিনিয়ার কামাল হোসেনসহ আরও অনেকে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102