আগামী বছরের ৭ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি মাঠে গড়াবে নারী আইপিএল নামে পরিচিত উইমেন্স প্রিমিয়ার লিগ (ডব্লুপিএল)। আসন্ন আসরকে সামনে রেখে আগামী ২৭ নভেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হবে মেগা নিলাম। ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টের নিলামে জায়গা পেয়েছেন বাংলাদেশের তিন নারী ক্রিকেটার।
শুক্রবার (২১ নভেম্বর) ডব্লুপিএল ওয়েবসাইটে নিলামের খেলোয়াড় তালিকা প্রকাশ করা হয়েছে। এবারের ডব্লুপিএল নিলামে আছে মোট ২৭৭ ক্রিকেটারের নাম। তাদের মধ্য থেকে ৭৩ জন দল পাবেন। এর মধ্যে ৮৩ বিদেশির জন্য জায়গা আছে ২৩টি।নারী আইপিলের নিলামে জায়গা পেয়েছেন পেসার মারুফা আক্তার, অলরাউন্ডার স্বর্ণা আক্তার ও স্পিনার রাবেয়া খান। আসন্ন নিলামে তাদের তিন ক্রিকেটারেরই ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩০ লাখ ভারতীয় রুপি। নিলামে দল পেলেই আসন্ন ডব্লিউপিএলই হবে তাদের প্রথম আসর।
সবশেষ নারী বিশ্বকাপের প্রথম ম্যাচেই মারুফা ইনসুইংয়ে করা বোল্ড আউটের ক্রিকেটবিশ্বের নজর কাড়েন। যদিও সেই ফর্ম শেষদিকে ধরে রাখতে পারেননি। বিশ্বকাপের ৬ ম্যাচে ৬ উইকেট শিকার করেন মারুফা। স্পিন অলরাউন্ডার স্বর্ণা ৭ ম্যাচে ১১৬ রান করার পাশাপাশি বল হাতে ৬ উইকেট শিকার করেন। আর রাবেয়া বিশ্বকাপের ৭ ম্যাচে ৭ উইকেট নেওয়ার পাশাপাশি ৮৭ রান করেন।