শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৭:১৭ অপরাহ্ন

সাবেক মেয়র তাপসসহ ৪০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

রাজধানীর চকবাজার থানার একটি হত্যাচেষ্টা মামলায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ৪০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।রাজধানীর চকবাজার থানার একটি হত্যাচেষ্টা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ৪০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।

 

বুধবার (১৯ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক অভিযোগপত্রে স্বাক্ষর করেন। পরবর্তী শুনানির জন্য ৩ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।এর আগে, ৩১ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা চকবাজার থানার এসআই হাসানুর রহমান আদালতে অভিযোগপত্র দাখিল করেছিলেন।চার্জশিটে উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং ঢাকা-৭ আসনের সাবেক এমপি হাজী মোহাম্মদ সেলিম।

 

মামলার অভিযোগ অনুযায়ী, গত বছরের ৫ আগস্ট রাজধানীর চকবাজার মডেল থানার বকশিবাজার আলিয়া মাদ্রাসা সংলগ্ন চৌরাস্তা মোড়ে ছাত্র-জনতার একটি বিক্ষোভ মিছিল পৌঁছালে সেখানে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ-সংগঠনের লোকজন আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। পুলিশ টিয়ারশেল নিক্ষেপ ও এলোপাতাড়ি গুলি করলে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় মামলার বাদী ফজলুর করিমের ওপর আসামিরা হামলা চালায় এবং তিনি আহত হন।এই ঘটনার পর, ২৬ অক্টোবর ২০২৪ ফজলুর করিম বাদী হয়ে চকবাজার থানায় মামলা দায়ের করেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102