আলোকিত স্বপ্নের বাংলাদেশ ডেস্ক //বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে গত ১২ ডিসেম্বর ঢাকার বিপক্ষে বাঁচামরার লড়াইয়ে ফিল্ডিং করেননি বরিশালের অধিনায়ক তামিম ইকবাল।
তামিমের শরীরে করোনা উপসর্গ দেখা দেয়ায় ঝুঁকি নিতে চায়নি বিসিবি ও বরিশাল কর্তৃপক্ষ।বিসিবির মেডিকেল টিমের পরামর্শে মাঠে আর না নেমে সোজা হোটেলে গিয়ে আইসোলেশনে চলে যান তামিম।
এ বিষয়ে সেদিন গণমাধ্যমকে তামিম জানিয়েছিলেন, ফের করোনা পরীক্ষা করা হবে তার। নেগেটিভ এলে সোমবার বিকলে বঙ্গবন্ধু কাপ টি-টোয়েন্টির এলিমিনেটর ম্যাচে খেলবেন তিনি।
জানা গেছে, রোববার সকালে তামিমের করোনা পরীক্ষা করানো হয়। সেই পরীক্ষায় সুসংবাদ পেয়েছেন তামিম। করোনা নেগেটিভ হয়েছেন বরিশালের অধিনায়ক।
বিষয়টি নিশ্চিত করে বরিশালের টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, আজ বিকালে বঙ্গবন্ধু কাপ টি-টোয়েন্টির এলিমিনেটর ম্যাচে মুশফিকের ঢাকার বিপক্ষে বরিশালের হয়ে নেতৃত্ব দেবেন তামিম।
গত শনিবার ঢাকার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ফিল্ডিং ইনিংসে তামিমের অনুপস্থিতিতে চমৎকারভাবেই দল সামলেছেন মেহেদী হাসান মিরাজ। হাড্ডাহাড্ডির লড়াইয়ে ঢাকার বিপক্ষে মাত্র ২ রানে জিতে মাঠ ছাড়ে মেহেদীর দল।