রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ন

বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা করল জিম্বাবুয়ে

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

চলতি মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। এই সিরিজের জন্য ১৬ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে জিম্বাবুইয়ান ক্রিকেট বোর্ড। এ দলে আছে চোট কাটিয়ে ফেরা অভিজ্ঞ অলরাউন্ডার শন উইলিয়ামস।

জিম্বাবুয়ে ঘোষিত এই স্কোয়াডে দীর্ঘ বিরতির পর ফিরেছে ওয়েলিংটন মাসাকাদজা এবং দুই বছর আগে টেস্ট অভিষিক্ত হওয়া তাফাদজোয়া টিসিগা। এছাড়াও আয়ারল্যান্ডের বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজ না খেলা অধিনায়ক ক্রেইগ আরভিনও দলে ফিরেছেন।

এদের বাইরেও আয়ারল্যান্ড সিরিজে চমক দেখানে জনাথন ক্যাম্পবেল ও নিকোলাস ওয়েলচও আছেন স্কোয়াডে। পেস বোলিং ইউনিটে রয়েছেন ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা। অনভিষিক্ত একমাত্র ক্রিকেটার ভিনসেন্ট মাসেকেসা, যিনি মূলত লেগ স্পিনার। এছাড়া বাংলাদেশ সফরে আসছেন ইংলিশ দুই তারকা স্যাম কারান ও টম কারানের ভাই বেন কারান, যিনি খেলেন জিম্বাবুয়ের হয়ে।

বাংলাদেশ সফরকে সামনে রেখে জিম্বাবুয়ের প্রধান কোচ জাস্টিন স্যামন্স জানিয়েছেন, ‘ছেলেরা দেশের জন্য নিজেদের সেরাটা উজাড় করে দিবে। বাংলাদেশের কন্ডিশনের কথা মাথায় রেখে ভারসাম্যপূর্ণ দল গঠনের দিকেই মনোযোগ দেওয়া হয়েছে।’

একনজরে জিম্বাবুয়ের বাংলাদেশ সফরের স্কোয়াড

ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, জনাথন ক্যাম্পবেল, বেন কারান, ট্রেভর গোয়ান্দু, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ভিনসেন্ট মাসেকেসা, নিয়াশা মায়াভো, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, তাদাফজোয়া টিসিগা, নিকোলাস ওয়েলচ ও শন উইলিয়ামস।

উল্লেখ্য, বাংলাদেশ সফরে দু’টি টেস্ট খেলবে জিম্বাবুয়ে। ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট। এরপর চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৮ এপ্রিল।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102