শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:০২ অপরাহ্ন

কালোব্যাজ কর্মসূচি পালন করছেন দেশের নিম্ন আদালতের বিচারকরা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

দেশের অধস্তন আদালতের বিচারকরা কালো ব্যাচ ধারণ কর্মসূচি পালন করছেন। রাজশাহী মহানগর দায়রা জজের সন্তানকে হত্যার প্রতিবাদে রোববার সকাল ১০টা থেকে তারা এই কর্মসূচি পালন করছেন। তবে কালো ব্যাচ ধারণ কর্মসূচি পালন করলেও বিচার কাজ বন্ধ রাখেননি বিচারকরা।

বিচারকরা বলছেন, বিপুল সংখ্যক মামলা জট রয়েছে। আমরা একদিন কলম বিরতি পালন করলে দুর্ভোগে পড়বে দেশের মানুষ ও বিচারপ্রার্থী জনগণ। এ কারণে কঠোর কর্মসূচিতে না গিয়ে কালো ব্যাচ ধারণ কর্মসূচি পালন করছি। তবে বিচারকদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত না করলে হয়ত ভবিষ্যতে কলম বিরতির মত কর্মসূচি পালন করতে হতে পারে।

 

বৃহস্পতিবার রাজশাহী মহানগর দায়রা জজ আব্দুর রহমানের পুত্রকে হত্যা ও স্ত্রীকে ছুরিকাঘাত করে লিমন নামের এক ব্যক্তি। পরদিন এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন বিবৃতি দেয়। এতে বলা হয়, প্রকাশ্য দিবালোকে বিচারক পরিবারে লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনায় পুরো বিচার বিভাগ স্তম্ভিত ও বাকরুদ্ধ। আমরা আরও গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি যে, ন্যক্কারজনক এ ঘটনার তদন্ত প্রক্রিয়া ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতেই গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করার পূর্বেই বিধি-বহির্ভূতভাবে মিডিয়ার সামনে উপস্থাপন করা হয়েছে। উদ্ভুত পরিস্থিতিতে সারা দেশের বিচারকগণ ক্ষোভে ফুঁসে উঠেছেন।বিবৃতিতে আরও বলা হয়, দেশের প্রত্যেক আদালত/ট্রাইব্যুনাল প্রাঙ্গণ, এজলাস, বিচারকদের বাসভবন ও গাড়িতে নিরাপত্তা নিশ্চিতকরণে সরকারের কাছে সুপ্রিম কোর্ট থেকে বারংবার পত্র প্রেরণ করা সত্ত্বেও সরকার কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করেনি। বিচার বিভাগের সদস্যগণ রাষ্ট্রের সর্বাধিক গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালন করলেও তারা ও তাদের পরিবার অরক্ষিত ও নিরাপত্তাহীন।

 

বিবৃতিতে বিচারক পরিবারের নিহত সদস্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের সব বিচারক নিজ নিজ কর্মস্থলে রবিবার কালো ব্যাজ ধারণ করবে। সংগঠনের এই কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করে কালো ব্যাচ ধারণ করছেন বিচারকরা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102