শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:০১ অপরাহ্ন

ফ্যাসিস্ট আমলে দেওয়া প্লট বাতিলের প্রক্রিয়া চলছে: শিল্প উপদেষ্টা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ফ্যাসিস্ট আমলে রাজনৈতিক বিবেচনায় প্লট দেওয়া হয়েছে। তারা কোনো প্রকল্প করেনি কিন্তু ধরে রেখেছে। এটা বাতিল করার প্রক্রিয়া চলছে। শনিবার (১৫ নভেম্বর) সকালে বরিশাল নগরীর বিসিক শিল্পনগরী পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন ।

আদিলুর রহমান খান বলেন, অতীতে ফ্যাসিস্ট আমলে রাজনৈতিক বিবেচনায় অনেককে প্লট বরাদ্দ দেওয়া হয়েছিল। তারা আজ পর্যন্ত কোনও শিল্প প্রতিষ্ঠান গড়ে না তুললেও প্লট ধরে রেখেছে। এসব প্লট বাতিলের প্রক্রিয়া চলছে । দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারাই অর্থনীতিকে সচল রাখছেন। তাদের সহায়তায় বিসিককে আরও সক্রিয় ও ব্যবসাবান্ধব করার উদ্যোগ চলছে। নতুন উদ্যোক্তাদের জন্য প্লট বরাদ্দও এরই অংশ।

 

‎শিল্প উপদেষ্টা বলেন, শিল্প মন্ত্রণালয় থেকে ৩৪ টি বাফার (সার) গোডাউন নির্মাণ করা হচ্ছে তার মধ্যে একটি বরিশালে। বরিশালের এই নির্মান কাজ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলেও জানান তিনি।‎ভোলার গ্যাস বরিশালে আনার বিষয়ে তিনি বলেন, আগামীতে যারা নির্বাচিত হয়ে আসবে তারা বিষয়টি দেখবে।পরিদর্শনকালে বিদ্যুৎ-সংকট, পানি সমস্যা, শিল্পনগরীর আধুনিকায়নসহ বিভিন্ন উন্নয়ন চ্যালেঞ্জ নিয়েও আলোচনা করেন উপদেষ্টা। তিনি জানান, প্রকৃত শিল্প উদ্যোক্তাদের নন-স্টপ সার্ভিস নিশ্চিত করার বিষয়ে প্রধান উপদেষ্টার দপ্তরের সঙ্গে নীতিগত পরিকল্পনা প্রণয়ন চলছে।

 

দেশে পেঁয়াজের বাজার পরিস্থিতি নিয়ে শিল্প উপদেষ্টা বলেন, চাষিরা কষ্ট করে পেঁয়াজ উৎপাদন করেছেন। বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ বাড়লে দাম বাড়ার কারণ নেই। বেশি আমদানি করে কৃষকদের ক্ষতি করা উচিত হবে না এটা বাণিজ্য মন্ত্রণালয়ের দেখার বিষয়।শ্রম সংক্রান্ত আইনি প্রক্রিয়া নিয়ে তিনি বলেন,যদি কোনও বিষয় শ্রম আইনের বাইরে থাকে, সেটি শ্রম মন্ত্রণালয়ের এখতিয়ার। আইনি প্রক্রিয়ার মধ্যে থাকলে অবশ্যই তাদের অগ্রাধিকার দেওয়া হবে।

 

এর আগে, এদিন সকালে তিনি নগরীর সার্কিট হাউস পৌঁছালে গার্ড অফ অনার দেওয়া হয় তাকে। সেখান থেকে তিনি বিসিক শিল্প নগরীর কয়েকটি কারখানা, বিএস টি আই ও নতুন প্লট পরিদর্শন করেন।এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- বরিশালের জেলা প্রশাসক দেলোয়ার হোসেন, বিসিকের উপ-ব্যবস্থাপক নজরুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102