শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৯:০১ অপরাহ্ন

‘নিরাপত্তা শঙ্কায়’ বাতিল হলো ‘নবান্ন উৎসব’

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

রাজনৈতিক অস্থিরতার মধ্যে নিরাপত্তা শঙ্কার কারণে বাতিল করা হয়েছে ‘নবান্ন উৎসব’। রোববার সকালে ছায়ানট সংস্কৃতি-ভবনে এ আয়োজনের ঘোষণা দিয়েছিল ‘জাতীয় নবান্ন উৎসব উদযাপন পর্ষদ’। তবে এরপরই জানানো হয়, সাম্প্রতিক পরিস্থিতিতে শিল্পী, অভিভাবক ও শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় অনুষ্ঠানটি আর অনুষ্ঠিত হচ্ছে না।

পর্ষদের সাধারণ সম্পাদক নাঈম হাসান সুজা জানান, বৃহস্পতিবার আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচির দিন সড়কের পরিস্থিতি ছিল থমথমে। বিভিন্ন মাধ্যমে আবার রোববার ‘শাটডাউন’ কর্মসূচির খবর পাওয়া যাচ্ছে। এসব কারণে শিল্পীরা শঙ্কায় আছেন। তিনি বলেন, ‘শিশু-অভিভাবকদের নিরাপত্তা বিবেচনা করেই আমরা নবান্ন উৎসব বাতিল করেছি।’এ ছাড়াও আয়োজনের জন্য কোনো ভেন্যু না পাওয়াও একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বকুলতলায় অনুষ্ঠান করার অনুমতি মেলেনি। বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি, এমনকি কলাবাগান মাঠ—কোথাও অনুমতি পাওয়া যায়নি। পর্ষদ শেষ পর্যন্ত ছায়ানটে আয়োজনের প্রস্তুতি নিলেও সার্বিক পরিস্থিতির কারণে তাও বাতিল করতে হয়েছে বলে জানান সুজা।

  1. তবে ‘ষড়ঋতু উদযাপন জাতীয় পর্ষদ’ রবিবার বিকেল ৪টায় ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ‘নবান্ন উৎসব ১৪৩২’ আয়োজন করবে বলে জানিয়েছেন পর্ষদের আহ্বায়ক কথাসাহিত্যিক ও সাংবাদিক এহসান মাহমুদ। জুলাই অভ্যুত্থানের পর গঠিত এ প্ল্যাটফর্ম সারা দেশে বাঙালির ঋতুভিত্তিক উৎসবগুলো উদযাপনের ঘোষণা দিয়ে আসছে।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102