ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ভাগ্নে রিয়াজ উদ্দীনকে আটক করেছে পুলিশ।
শনিবার (৯ আগস্ট) দুপুরে মহেশপুর উপজেলার জেলেপোতা গ্রামে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
এ সময় রিয়াজকে পালাতে সহায়তা করার অভিযোগে সীমান্ত এলাকার চিহ্নিত দালাল ফয়েজ উদ্দীন, মিনহাজ উদ্দীন ও রিয়াজ উদ্দীনকেও আটক করা হয়। সূত্র জানায়, বৃহস্পতিবার চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে বিপুল অর্থসহ ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন রিয়াজ। তখন অজ্ঞাত ব্যক্তিরা তাকে আটক করে টাকা নিয়ে মহেশপুরের দালালদের কাছে হস্তান্তর করে।
খবর পেয়ে স্থানীয়রা তিন দালালসহ রিয়াজকে আটক করে পুলিশে সোপর্দ করে। মহেশপুর থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং রিয়াজের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলা থাকতে পারে। মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম ঘটনাটি নিশ্চিত করেছেন।