রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

নির্বাচনি প্রচারে শিশুদের ব্যবহার বন্ধের দাবিতে স্বারকলিপি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

নির্বাচনি প্রচার কার্যক্রম ও রাজনৈতিক কর্মসূচিতে শিশুদের ব্যবহার বন্ধের দাবিতে স্বারকলিপি প্রদান করেছে অ্যান্টি চাইল্ড ম্যারেজ অর্গানাইজেশন নীলফামারী জেলা শাখার সদস্যরা।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের হাতে স্বারকলিপি তুলে দেন সংগঠনের সদস্যরা।

স্মারকলিপিতে বলা হয়, জাতীয় শিশু নীতি-২০১১ ও শিশু আইন-২০১৩ অনুযায়ী শিশুদের নির্বাচনি বা রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা সম্পূর্ণ নিষিদ্ধ। অথচ বাস্তবে শিশুদের দিয়ে মিছিল, পোস্টার বহন, স্লোগানসহ নানা কর্মকাণ্ডে ব্যবহার করা হচ্ছে। ফলে শিশুদের শিক্ষা, স্বাভাবিক বিকাশ ও মৌলিক অধিকার চরমভাবে ব্যাহত হচ্ছে। এসব অনিয়ম বন্ধে রাজনৈতিক দল ও প্রার্থীদের প্রতি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।

এ সময় সংগঠনটির জেলা পরিচালক মাহমুদ হাচান, সহকারী পরিচালক সাঈদ বিন ইসলাম, শিক্ষা ও সচেতনতা বিষয়ক সম্পাদক তামিম ইসলাম, দপ্তর সম্পাদক সিয়াম ইসলাম, সদস্য মুজাহিদ ইসলাম আদিবসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

মাহমুদ হাচান বলেন, শিশুদের হাতে বই থাকার কথা, ব্যানার নয়। নির্বাচনি প্রচারে শিশুদের ব্যবহার শুধু আইনবিরোধীই নয়, এটি একটি নীরব নির্যাতন। আমরা এমন নির্বাচন চাই, যেখানে শিশুদের অধিকার ও নিরাপত্তা গুরুত্ব পাবে।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হবে। শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে জেলা প্রশাসন তৎপর রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102