জমিয়তে উলামায়ে ইসলামের ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য নজরুল ইসলাম বলেছেন, ‘জামায়াতে ইসলামীর আকিদাগত সমস্যা আছে। জামায়াত যদি ক্ষমতায় যায় তাহলে তারা মওদুদীর ইসলাম বাস্তবায়ন করার জন্য ফিকির করবে। তারা ক্ষমতায় আসলে ইসলামের ক্ষতি বেশি হবে, তাই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাথে জোট করেছি। অতএব ইসলামকে অক্ষত রাখতে ধানের শীষকে বিজয়ী করা আমাদের ইমানি দায়িত্ব।’
রোববার (২৫ জানুয়ারি) বেলা ১১টায় ঈশ্বরগঞ্জ অডিটোরিয়ামে জমিয়তে উলামায়ে ইসলামের উপজেলা শাখার উদ্যোগে কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘আমরা দেওবন্দের আদলে হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শকে বাস্তবায়ন করি, যে কারণে আমরা তাদের সাথেই জোট করেছি, যাদের দ্বারা ইসলামের ক্ষতিটা কম হয়। বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমগণ ঐক্যমতে, জামায়াতে ইসলামী কোনো ইসলামি দল নয় বিধায় আমরা বিএনপিকে সমর্থন করেছি। আপনারা সবাই ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী লুৎফুল্লাহেল মাজেদ বাবুকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।’
নেতাকর্মীরা বলেন, ময়মনসিংহ-৮ আসনে লুৎফুল্লাহেল মাজেদ বাবুর বিকল্প কোনো প্রার্থী নেই। তিনি একজন সৎ, যোগ্য ও মানবিক প্রার্থী। ঈশ্বরগঞ্জবাসীর ভাগ্য উন্নয়নে মাজেদ বাবুকে ধানের শীষে ভোট জয়যুক্ত করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, ‘আলেম সমাজ জাতিকে সঠিক দিকনির্দেশনা দিয়ে ইসলামের পথে ঐক্যবদ্ধ করে। শ্রদ্ধার সাথে বলতে চাই, আমি নির্বাচিত হলে আলেম সমাজকে সাথে নিয়ে একটি শিক্ষিত এবং আধুনিক ঈশ্বরগঞ্জ গড়ে তুলব। আপনার সবাই দলমত নির্বিশেষে ধানের শীষে ভোট দিবেন এবং আমার জন্য দোয়া করবেন।’
উপজেলা শাখার সভাপতি উস্তাজুল হুফফাজ হাফেজ আহমদ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুফতি মাহমুদুল হক আযীযীর আহ্বানে কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু। আরও ছিলেন জমিয়তে উলামায়ে ইসলামের ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি জাকির হোসাইন কাসেমী, সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল্লাহীল বাকী, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি প্রমুখ।